শাহাদাত হোসেন , রাউজান :: গত শনিবার ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৫তম ফাঁসি দিবস উপলক্ষে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মাস্টারদা সূর্যসেন চত্বরে তার আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। সাংসদ বলেন, মাষ্টারদা সূর্য সেন ১৮৯৪ সালে ২২ মার্চ রাউজান নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাউজানে জন্ম নেয়া আমরা গর্বিত। তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তি ছিল । পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। মাষ্টারদা ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে চট্টগ্রামে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে গিয়ে বিট্রিশ সরকারের সাথে যুদ্ধ করে এই উপমহাদেশকে মুক্ত করেছিল । তা এই উপমহাদেশের মানুষের অন্তরের যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারী বিট্রিশ সরকার বিপ্লবী মাস্টার দা সূর্যসেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেওয়া হয়। এই বীর সৈনিকের প্রতি সম্মান জানাতে রাউজানে ছুটে এসেছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ নানান পেশা- শ্রেণীর মানুষ । মাষ্টারদা নামে রাউজানে বহু প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে । চট্টগ্রাম-কাপ্তাই থেকে চুয়েট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে নোয়াপাড়া রেলস্টেশনের নাম হবে মাস্টারদার নামে। মাস্টার দা সূর্যসেনকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মমনা প্রদানের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে রাউজান বাসীর পক্ষ থেকে দাবী জানান সাংসদ ফজলে করিম চৌধুরী । এছাড়াও মাষ্টারদা সূর্যসেনের আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, শ্যামল পালিত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা , মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, মাস্টারদা সুর্য সেন স্মৃতি সংসদের সভাপতি শ্যামল পালিত, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সহসভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ন সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুবলীগ নেতা ইমরান হোসেন ইমু, শওকত হোসেন, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, রাউজান বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ ।