উখিয়ায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী
শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার থেকে: উখিয়া থানা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে উপজেলা গেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিণ শেষে উখিয়া থানা চত্বরে শেষ হয়। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী। থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুরুল ইসলাম, মধুরছড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইয়াছিন, ইন্সপেক্টর শফিকুর রহমান,কমিনিউটি পুলিশের জালিয়া পালং ইউনিয়ন সভাপতি মোঃ শহিদুল্লাহ কায়সারসহ থানায় কর্মরত কর্মকর্তারা উক্ত র্যালীতে অংশ নেন।