রাউজানের পশ্চিম গহিরায় সৈয়দ চাঁদগাজী(রঃ) “র সালনা ওরশ সম্পন্ন
শাহাদাত হোসেন , রাউজান :: রাউজানের পশ্চিম গহিরায় সৈয়দ চাঁদগাজী(রঃ) “র সালনা ওরশ শরীফ অনুষ্টিত হয়। গত ২৭ জানুয়ারী রবিবার পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ী মসজিদে তৈয়বিয়া বায়তুল মামুতে হযরত শাহছুফী সৈয়দ চাঁদগাজী (রঃ) এর সালনা ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিলে আয়োজন করা হয় । মাজার পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সভাপতি আল্লামা ইলিয়াছ আল কাদেরী। মাহফিলে প্রধান অতিথি হিসাবে তকরির করেন গহিরা এফ কে, জামেউল উলুম কামিল ম্াদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার। প্রধান আলোচক হিসাবে তকরির করেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের। মাহফিলে আরো তকরির করেন আল্লামা ফরিদ উদ্দিন, আল্লামা নুর উদ্দিন। Digital Camera মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র সহভাপতি ইয়াসিনুল আলম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, আল্লামা আহম্মদ কবির, মাজার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক খায়ের আহম্মদ, যুগ্ন সম্পাদক দিদার হোসেন, পাঠাগার সম্পাদক সালাউদ্দিন, সদস্য মাহবুল আলম, আলী আকবর, সাহাবুউদ্দিন, সাহেদুল আলম, আবুল বশর, জাফর আহম্মদ, অহিদুল হক সহ মাজার পরিচালনা কমিটির সদস্য ও এলাকার সর্বস্তরের জনগন ।