ইসলামপুরে হা-ডু-ডু খেলা দেখাকে কেন্দ্র করে বিবাদ
১০ দোকানে ঝুলছে তালা
রোকনুজ্জামান সবুজ , জামালপুর ঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় হা-ডু-ডু খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে স্থানীয় গ্রাম্য বাজারের ১০টি দোকানে চার দিন থেকে ঝুলছে তালা। রবিবার (২১জুলাই) বিকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে গেলে এ ঘটনাটি ঘটে দেখা যায়। সরেজমিনে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে মহলগিরী বাজার সংলগ্ন চৌরাস্তা মোড়ে স্থানীয় পর্য়ায়ে হা-ডু-ডু খেলা ছিল। এ খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে মহলগিরী বাজারে অবস্থিত স্থানীয় ব্যবসায়ীদের ১০টি দোকানে ঘটনার পর থেকে ঝুলছে তালা। তালা ঝুলতে দেখা যায়, ব্যবসায়ী সোলাইমানের চেয়ার টেবিল সিসা ও হাড়ি পাতিলের দোকানে, সুমন মিয়া, জুয়েল, মনোয়ার, বিল্লাল ও মুক্তির মুদি দোকানে, বিপুল মিয়া ও বাবুল মিয়ার কাপড়ের মোকামে, এবং বেনজু মিয়ার খাট, টেবিল ও চেয়ারের শো-রুমে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে দি”েচ্ছ না একটি পক্ষ। অন্যদিকে এর দায় কেউ স্বীকার করেনি। স্থানীয়রা জানান, ঘটনার দিন হা-ডু-ডু খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপ এক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন- ওই এলাকার মৃত হাবিবুর মদি সেরের ছেলে খুশি (৩৫), মৃত ফজল আকন্দের ছেলে ওয়াহাব আলী (৪৫), মৃত ঘুডু লক্ষীর ছেলে বকুল (৩৫), মৃত নান্ডা শেকের ছেলে শহিজল (৩৬), মৃত মাজন লক্ষীর ছেলে বদিউজ্জামান বদি লক্ষী। আহতদের ইসলামপুর উপজেলা ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্যবসায়ী ইসকান্দার অভিযোগ করে জানান, হা-ডু-ডু খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় বদিউজ্জামান লক্ষীর ছেলে সুমন লক্ষীর নেতৃত্বে দুদু লক্ষীর ছেলে আকুল, জলিল, জয়নালের ছেলে আল আমিন, আবুলের ছেলে বাবুলসহ নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল তার রড, সিমেন্ট ও বিকাশের দোকানে হামলা চালায়। পরে হামলাকারীরা ব্যবসায়ী সোলাইমান, সুমন মিয়া, জুয়েল, মনোয়ার, বিল্লাল, মুক্তি, বিপুল মিয়া, বাবুল মিয়া, ও বেনজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তিনি অভিযোগ করে আরও জানান, ঘটনার পর তেকে তারা যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান না খোলেন এমই মর্মে হুমি দিচ্ছে হামলাকারীরা। মহলগিরী বাজারের ইজারাদার খোকা আকন্দ জানান, ঘটনার পর থেকে ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছেনা স্থানীয় একটি প্রভাশালী মহল। এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান, মহলগিরী বাজারে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্তলে এক দর পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
