আবাসিক গ্যাস সংযোগের দাবীতে কঠোর কর্মসূচী দেয়া হবে
কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম ২২ জুলাই’১৯ ইং সোমবার বেলা ১১টায় বহাদ্দারহাটস্থ শামসুন নাহার- হারুন পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের মিলনাতয়নে কেজিডিসিএল ঠিকাদার- গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামে জামানতের অর্থ পরিশোধকৃত অপেক্ষমান ২৫ হাজার গ্রাহকের আবাসিক গ্যাস সংযোগসহ বর্ধিত চুলায় সংযোগের দাবীতে চলমান কর্মসূচীকে আরো বেগবান করার লক্ষ্যে দিক-নির্দেশনামূলক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সংগ্রামী আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌং বলেন: চট্টগ্রামের জনগনের প্রাণের দাবী অপেক্ষমান ২৫ হাজার গ্রাহকের আবাসিক সংযোগসহ বর্ধিত চুলায় গ্যাস সংযোগ প্রদান না করা পর্যন্ত কর্মসূচী চলতে থাকবে এবং পর্যায়ক্রমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচী পালন করা হবে। ইতোমধ্যে এই যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে স্বারকলিপি প্রদান, প্রতিবাদ/বিক্ষোভ সভা সমাবেশ, সংবাদ সম্মেলন, পোস্টারিং, লিফলেট, বুকলেট বিলি সহ কর্ণফুলী গ্যাস কোম্পানীর প্রধান দপ্তর চত্বরে হাজার হাজার গ্রাহক, সাধারণ জনগন, রাজনিতিবিদ ও ঠিকাদারদের সমন্বয়ে তিন ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করা হয়। অথচ কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জ্বালানী মন্ত্রণালয়কে অপেক্ষমান ২৫ হাজার গ্রাহকের আবাসিক সংযোগসহ বর্ধিত চুলায় গ্যাস সংযোগের যৌক্তিক দাবীতে অনুষ্ঠিত কর্মসূচী সম্পর্কে অবহিত করছেন না। বর্তমান এমডি’র এই রহস্যজনক আচরনে আমরা বস্মিত। ২০১৫ সনে দায়িত্বে থাকাকালীন এমডি’র ব্যক্তিগত ইচ্ছায় চলমান আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকের নিকট থেকে কোটি কোটি টাকা নিয়ে বিগত চার বৎছর যাবৎ গ্যাস সংযোগ না দিয়ে একটি প্রতারক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগের দাবী আদায়ের লক্ষে চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও কর্ণফুলী গ্যাস কোম্পানীর সদর দপ্তর অবরোধ করা হবে। সংগঠনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলী নাওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম অলিউল্লা হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন: যুগ্ন আহ্বায়ক শাহজাহান সুফী, এমএ মন্নান খাঁন, যুগ্ন সদস্য সচিব মানিক হাওলাদর, সেলিম হোসেন চৌধুরী, সমন্ময়কারী আফতাব মাহামুদ মনির, নির্বাহী সদস্য নবী চৌং, আবদুল মালেক শেখ, শওকত হোসেন হাওলাদার, চকবাজার ওয়ার্ড সভাপতি শফিউল আযম, চাঁদগাঁও ওয়ার্ড সভাপতি কামাল চৌং, সাধারণ সম্পাদক মোশতাক চৌধুরী, ঠিকাদার মোশারফ হোসেন, আবদুল কাদের, মো ইউছুফ প্রমুখ।
