সিঙ্গাপুর ছাত্রলীগের নতুন কমিটিতে গাজীপুরের তিন কৃতি সন্তান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউএ তালিকা প্রকাশিত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত ওই তালিকায়পূর্ণাঙ্গ ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক জেপি তালাশ। এছাড়াও সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে গাজীপুরের তিন জন কৃতিসন্তানকে স্থান দেওয়া হয়েছে। যুগ্ন সাধারন সম্পাদক পদে কাপাসিয়া উপজেলা নলগাঁও গ্রামের রুবেল শিকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাপাসিয়া উপজেলার দড়ি ভাকোয়াদী গ্রামের মোঃ নাজমুল মোল্লা ও সদস্য পদে শ্রীপুর উপজেলার দমদমা গ্রামের খান ফারুক। তারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে তাদের কর্ম জীবনের পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। দেশের বাহিরে কাজ ও রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ন রাখছে। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন কমিটিতে গাজীপুর জেলার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
