আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের পার্লামেন্টে বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে জানায়, বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পার্লামেন্টের সদস্যরা তৎক্ষনাৎ বেরিয়ে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে কেঁপে ওঠার সময় পার্লামেন্টের স্পিকার মঞ্চে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আল-জাজিরার এক সংবাদদাতা জানান, আমরা দুইটি বিস্ফোরণের শব্দ শুনেছি। আশেপাশের মানুষ গুলিবর্ষণেরও শব্দ শুনেছে।