কচুয়ায় আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ মহসিন হোসাইনঃ কচুয়ায় ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর,এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির,ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি প্রানধন দেব,মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও সাংবাদিক আলমগীর তালুকদার।