রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী যুব লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহাদাত হোসেন , রাউজান;; রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী যুব লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা ১৩সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ গহিরা খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় হল রুমে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা জিহাদ বাবলুর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোছা আলম খাঁন চৌধুরী , আওয়ামীলীগের নেতা মাসুদ খাঁন, সেলিম উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সহ সভাপতি ফরহাদ আলম, যুগ্ম সম্পাদক আবু ছারেক , ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোদাচ্ছের হক। এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির আহম্মদ, মোছা আব্দুল করিম উল্লাহ্, জিকু দত্ত , ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি রাশেদ, সাংগঠনিক মোঃ ইউসুফ , ইমতিয়াজ, মোঃ নোমান, শিবলু বড়ুয়া প্রমুখ।