নাজিরহাটে এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ব্যাচ নিয়ে কমার্স পয়েন্ট কোচিং এর যাত্রা শুরু!
নিজস্ব প্রতিনিধিঃউত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজ রোড সংলগ্ন কমার্স পয়েন্ট’র যাত্রা উপলক্ষে এক পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ (১০ সেপ্টেম্বর) কলেজ রোডে সামিরা বিলাসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার শিক্ষার আলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা খুবই আনন্দিত। মফস্বলের শিক্ষার্থীদের আরো উন্নত করতে আমরা কমার্স পয়েন্টের যাত্রা শুরু করেছি। অতিথিরা কমার্স পয়েন্টের মঙ্গল কামনা করেন। কমার্স পয়েন্টে কোচিং আলিম/এইচএসসি ব্যাচে নিয়ে আজ থেকে ক্লাস শুরু হয়। কমার্স পয়েন্টের পরিচালক রাসেল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,(মানবাধিকার কর্মী)সাইফুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাফেজ রাকিবুল হাসান। নাজিরহাট বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইরফান কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন,আরফাত,জাহাঙ্গীর আলম,তাজু,বাচ্চু,হাবিবসহ কমার্স পয়েন্ট কোচিং এর শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।