ওয়ালটন ডিষ্ট্রিবিউটির এসসিয়েশন চট্টগ্রাম জোন এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জোনে অবস্থিত ওয়ালটনের ডিষ্ট্রিবিউটদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় হোটেল আল বয়ানে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন কোম্পানির চট্টগ্রাম জোনের সম্মানিত এরিয়া ম্যানেজার জনাব মোঃ গোলাম মোস্তফা। লাবিব মার্কেটিং এর চেয়ারম্যান জনাব মোঃ শাখাওয়াত হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সুষ্ঠু ধারার ব্যাবসা পরিচালনা,ইলেক্ট্রনিক্স মার্কেটে র ৬৫থেকে ৭০ শতাংশ দখলে থাকা ওয়ালটন এর বাজার আরো গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম জোনের ডিষ্ট্রিবিউট্র দের নিয়ে “ওয়ালটন ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশন চট্টগ্রাম জোন, গঠন করা হয়।মোঃ আব্দুল কাদের খান কে আহবায়ক, অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন কে সদস্য সচিব ও আব্দুল আলিমকে সদস্য করে ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় সহ বক্তব্য রাখেন কেএসটিএল এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ আব্দুল কাদের খান ই- ইলেকট্রনিক্স এর কর্ণধার জনাব মোঃ শাহিন ভঁুইয়াফারদিন ইলেক্ট্রনিক্স এর কর্ণধার অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, শাহ আমানত ইলেক্ট্রনিক্স এর প্রোপারাইটর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, রিলায়েন্স ইলেক্ট্রনিক্স এর জনাব মোঃ ফয়েজ আহামেদ,স্বদেশ ইলেক্ট্রনিক্স এর পরিচালক মোঃআল আমিন,এস এস ইলেক্ট্রনিক্স এর মোঃমনসুর আজিজ সাকিব,নিউ বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্স এর কর্ণধার মোঃসিরাজুল ইসলাম,চৌধুরী ইলেক্ট্রনিক্স এর পরিচালক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী, ও কর্ণফুলী মার্কেটিং কোম্পানি কর্ণধার জনাব মোঃআলিম প্রমুখ। ওয়ালটনের বিধি মেনে ব্যবসা পরিচালিনা করার আহবান জানিয়ে এবং গুরুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে ও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা।