শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে চা শ্রমিকের সন্তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
মোঃ শাহিন আহমেদ , শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার এর শ্রীমঙ্গল এ স্কুল ভিত্তিক ইভেন্ট “শিক্ষা হোক আনন্দের,শিক্ষা হোক সবার ” গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ‘শিক্ষা হোক আনন্দের, শিক্ষা হোক সবার’ শিরোনামে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এক ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টে স্কুলের দরিদ্র বাচ্চাদের নিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য ফানুস খেলা, গান,নৃত্য এবং কবিতা আবৃতির আয়োজন ছিল। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের পরিচালনায় ইভেন্টের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এমএ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মো. নোয়াব আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা শরমিন প্রমুখ। উল্লেখ্য যে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ইতোমধ্যে ৮ টি টি চাবাগান স্কুলে ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রায় ৪০০ জন দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে সক্ষম হয়েছে।