রাষ্ট্রীয় মর্যাদায় লাল সবুজ পতাকা বুকে নিয়ে মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ দে’র চির বিদায়
মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ভয়াবহ রক্তাক্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের সূর্য সন্তানেরা, সকল বীর মুক্তিযোদ্ধা আর জনতার সাথে একাকার হয়ে ছিনিয়ে আনে বিজয় আর প্রাণপ্রিয় স্বাধীনতা। স্বাধীন বাংলায় একে একে চলে যাচ্ছেন মুক্তিযুদ্ধের জীবন্ত দলিল মুক্তিযোদ্ধারা। তেমনি একজন রাষ্ট্রীয় মর্যাদায় লাল সবুজ পতাকা বুকে নিয়ে চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা লেলাংয়ের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীগের উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ দে(৭২)। সোমবার বিকাল ৫টায় নিজ বাসভবনে প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্যের সুসজ্জিত পুলিশের একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজিয়ে প্রয়াত রাজেন্দ্র প্রসাদ দে কে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শন করেন। এর আগে লাল সবুজের জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, ফটিকছড়ি উপজেলা প্রশাসন, লেলাং মুক্তিযোদ্ধা সংসদ, শাহনগর বনিক পাড়া পূজা উদযাপন ও সমাজ কল্যাণ পরিষদ। পরে, স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়। বীর মুক্তিযোদ্ধার রাজেন্দ্র প্রসাদ দে’র পরলোকগমনে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করে শোক প্রকাশ করেন, উপজেলা আওয়ামীগীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, লেলাং উইপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন ও সদস্য সরোয়ার হোসেন, লেলাং আওয়ামীলীদের সভাপতি জসীম উদ্দীন মুহুরী, সম্পাদক মোহাম্মদ বাবুল। মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের সচিব মোহাম্মদ মুরাদ, শাহনগর প্রগতি সংঘের সভাপতি মাসুদ করিম, শাহনগর ইসলামিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শফিল আজম, সম্পাদক জিয়াউল হোসেন পারভেজ, আজকের প্রজন্ম লেলাং শাখার সভাপতি আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ। প্রয়াত মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ দে ছেলে পার্থ দে জানিয়েছেন, গত সোমবার বেলা ১২ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে লেলাংয় ইউনিয়নের শাহনগর বনিক পাড়ায় নিজ বাড়িতে আমার পিতা পরলোক গমন করেন। সবাই তার বিদেহী আত্নার শান্তি কাম্পনায় প্রার্থনা করবেন ঈশ্বর যেন উনাকে স্বর্গবাসী করে। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।