পটিয়া’ই থামবে না কক্সবাজারগামী কোন ট্রেন এই খবর শুনেই প্রতিবাদের ঝড় বইছে পটিয়াই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় প্রতিবাদের ঝড়। আজ ঢাকা থেকে কক্সবাজারমুখী ট্রেনের স্টেশনের তালিকা প্রকাশ হওয়ারপর ফেসবুকে প্রতিবাদের ঝর উঠে।
পটিয়াবাসী প্রতিবাদে অনেকে স্ট্যাটাস দেই পটিয়া প্রাচীনকাল থকে প্রসিদ্ধ একটি এলাকা। ৬৫ মহকুমার একটি অথচ দোহাজারীর পর থকে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে কিন্তু পটিয়াই না। পটিয়ার বেশির ভাগ মানুষ ব্যাংকে চাকরির সুবাদে ঢাকা সহ সারাদেশে কর্মস্থল তাদের যাতায়াতে সহজ মাধ্যম হতে পারে ট্রেন কমবে ভোগান্তি অথচ পটিয়া স্টেশনে ট্রেন থামবে না তা কোন ভাবেই মেনে নিতে পারছে না। এতে পটিয়াবাসীর কোন লাভই হয়নি বলে জানান।
রিয়াদ আনসারি নামে একজন লিখেছেন
পটিয়ার উপর দিয়ে ট্রেন যাবে কক্সবাজারে তবে পটিয়াতে ট্রেন থামবে না। চট্টগ্রামে মধ্যে অন্যতম সুপরিচিত বিখ্যাত উপজেলা হচ্ছে পটিয়া . দোহাজারী পরবর্তী প্রতিটা স্টেশনে ট্রেন থামার সিডিউল থাকলেও পটিয়া স্টেশনের সিডিউল নেই.. আমাদের পটিয়াবাসীর দাবী পটিয়া স্টেশনে ট্রেন থামতে হবে। বদ্দা ট্রেন বাদি লেক্কুম হনো হতা নেই . পটিয়াত ট্রেন থামন ফরিবু … জোর দাবি
নজরুল ইসলাম নামে একজন লিখেছেন
পটিয়াবাসীর অধিকার চাই। পটিয়া সাবেক মহকুমা রেল স্টেশনের ঐতিহ্য ফিরিয়ে দিন। দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে পুরাতন জমজমাট রেল ষ্টেশন পটিয়া রেলস্টেশন। চট্টগ্রাম-দোহাজারী রেল লাইন চালু হওয়ার পর থেকে এমন কোন ট্রেন ছিলনা এই রেলস্টেশনে থামত না। কিন্তু সদ্য ট্রেন শিডিউল তালিকায় পটিয়া স্টেশনের নাম বাদ দেওয়ায় পটিয়ার জনগণ তা মেনে নিতে পারছে না। পটিয়া উপজেলার উপর দিয়ে ট্রেন চলাচল করবে কক্সবাজার পযন্ত। অথচ পটিয়াতে ট্রেন থামবে না।এইটা কোন ধরণের ট্রেনের শিডিউল? দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা, প্রাচিন ও অন্যতম মডেল উপজেলা হচ্ছে পটিয়া। দেশের উল্লেখযোগ্য বিভিন্ন অফিস ,যেমন জজকোট,আদালত,শিক্ষাপ্রতিষ্ঠান,দক্ষিনএশিয়ারদ্বিতীয়বৃহত্তম লবণশিল্প,মাদ্রাসা ,স্কুল ,কলেজে দেশের বিভিন্ন জেলা থেকে এসে মানুষ চাকুরী করে ,ব্যবসা বাণিজ্য করে, লেখা পড়া করে।হাট-বাজার,বিভিন্ন ধরণের শপিং মল রয়েছে।বর্তমানে পটিয়ার ছেলে মেয়েরা দেশের ৬৪ জেলায় ব্যাংকে চাকুরী করে। পটিয়াকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না। সুতারাং পটিয়াবাসীর প্রাণের দাবী পটিয়া স্টেশনে যেকোন ট্রেন থামাতে হবে। পটিয়া বাসির পক্ষে হাজী মোহাম্মদ নজরুল ইসলাম চেয়ারম্যান সালাম ফাউন্ডেশন। পটিয়া। চট্টগ্রাম।১৪-১১-২৩.
রবিউল হোসেন নামে একজন লিখেছেন
বাংলাদেশ রেলওয়ে তাদের মানচিত্র থেকে ‘পটিয়া’ নামটি মুছে ফেলছে এটা কি অনিচ্ছাকৃত ভুল? নাকি নতুন কোন ষড়যন্ত্র?
অনেকে মনে করেন পটিয়া নিয়া এ এক গভির ষড়যন্র তা না হলে পটিয়া কেন বাদ পরল। আবার কেউ কেউ মনে করেন বাস মালিকদের ষড়যন্ত্র। আবার কেউ কেউ মনে করেন পটিয়ার নেতৃত্বের দুর্বলতার কারণেই পটিয়া স্টেশন বাদ পরেছে।
তবে সন্ধ্যার পর থকে চট্টলা নামে একটি ট্রেন পটিয়া থামবে এমন খবর ফেসবুকে প্রকাশিত হয়। যদিও নির্ভরযোগ্য কোন সূত্র থেকে প্রকাশিত হয়নি।