কক্সবাজার ট্রেন ভ্রমণঃ অভিশ্বাস্য হলেও সত্যি যাত্রীরা শীঘ্রই মাত্র ১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন কারণ ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল করবে।
কক্সবাজার ট্রেন ভ্রমণ
শুক্রবার কক্সবাজার রেলস্টেশন উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা-চট্টগ্রাম রুটে ন্যূনতম ভাড়ার বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এ তথ্য জানান।
“আমরা আশা করছি উদ্বোধনের পর ১ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। ট্রেনের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৮ টাকা, যা একটি নন-এসি মেইল ট্রেন। এসি বার্থের সর্বোচ্চ ভাড়া ১,৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে,” সচিব বলেন। রেলওয়ের বর্তমান ভাড়া অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বহুল প্রতীক্ষিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পতাকা উন্মোচন করবেন, যা দেশের পর্যটন কেন্দ্রকে রেল যোগাযোগের মাধ্যমে বন্দর নগরীর সাথে সেতু করবে।
নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে তিনি ট্রেন চলাচলের জন্য নতুন রেল রুট (চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত) উন্মোচন করবেন।প্রধানমন্ত্রী একটি ট্রেনের পতাকা উন্মোচন করবেন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামু রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা করবেন। নতুন রেললাইন চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত দ্রুত ও মসৃণ ট্রেন পরিষেবা নিশ্চিত করবে।
ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে। ১০২ কিলোমিটার রেলপথটিতে নয়টি স্টেশন রয়েছে: সাতকানিয়া, লোহাগাড়া, চকোরিয়া, ডুলাহাজরা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া এবং গুমদুম। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ঝিনুকের আদলে নির্মাণ করা হয়েছে এবং আধুনিক সুযোগ-সুবিধা দেবে। এই স্টেশনগুলিতে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম এবং একটি সম্পূর্ণ ডিজিটালাইজড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক রয়েছে। ৩এপ্রিল, ২০১১ -এ, শেখ হাসিনা তার সরকারের অগ্রাধিকার প্রকল্প, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের ভিত্তি স্থাপন করেন।
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচি:
- চট্টলা এক্সপ্রেস: চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায় কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায় ।
- কক্সবাজার কমিউটার: চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায় কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায় ।
- চট্রলা এক্সপ্রেস: চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫ কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায় ।
- দোহাজারী কমিউটার: চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায় ।
কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচি:
- দোহাজারী কমিউটার: কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায় চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮.৫০ টায়।
- কক্সবাজার কমিউটার: কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.৩০ চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায় ।
- চট্রলা এক্সপ্রেসঃ কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০.৩০ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায় ।
- চট্রলা এক্সপ্রেস: কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায় চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায় ।
ঢাকা টু কক্সবাজার
- মহানগরপ্রভাতীঃ ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায় কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায় ।
- ট্যুরিস্টকোচঃ ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায় কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায় ।
- কোরিয়ান কোচঃ ঢাকা ছেড়ে যাবে রাত ১১.১৫ টায় কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
কক্সবাজার টু ঢাকা
- কোরিয়ানকোচঃ কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায় ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায় ।
- তূর্নাএক্সপ্রেসঃ কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮.৪৫ টায় ঢাকা পৌঁছাবে সকাল ৬টায় ।
- টুরিস্ট কোচঃ কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায় ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায় ।
অনলাইনে রিটার্ন দিতে এখানে ক্লিক করুন।
কক্সবাজার ট্রেন ভ্রমণ, কক্সবাজার ট্রেন ভ্রমণ, কক্সবাজার ট্রেন ভ্রমণ