উখিয়ায় কিরাত প্রতিযোগিতায় সাংবাদিক পুত্র আবদুল্লাহর প্রথম স্থান অর্জন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় কিরাত প্রতিযোগিতায় সাংবাদিক পুত্র মো:আব্দুল্লাহ আল হাসান পারভেজ প্রথম স্থান অধিকার করেছে।উখিয়ার বালুখালীতে হেফজখানা ও মাদ্রাসা ভিত্তিক কিরাত প্রতিযোগিতা গত ১১ ফেব্রয়ারী সকাল ১১ টায় বালুখালী দাখিল মাদ্রাসা মিলনায়তনে উক্ত শাহ মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সিলেট এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
বালুখালী দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুস সালামের সভাপতিতে শাহ মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সিলেট এর প্রতিনিধি ক্বারী মাওলানা হাফেজ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঘুমধুম- বালুখালীর ৪টি হেফজখানা ও মাদ্রাসার ৪৫ জন হেফজ বিভাগের শিক্ষার্থী অংশ নেন। এতে প্রতিযোগিতায় উত্তীর্ণ হেফজ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালুখালীর কৃতি সন্তান লন্ডনস্থ উচ্চতর ডিগ্রীতে (ব্যারিষ্টারী) অধ্যয়নরত শিক্ষার্থী রফিকুল কবির। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা হাফেজ আবুল কাশেম, মাওলানা ফরিদ আলম, মাওলানা আবদুল খালেক, তুমব্র“ পশ্চিমকুল লতিফিয়া মাদ্রাসা ও জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জহির আহমদ, চট্টলা ট্রেডার্সের পরিচালক যুবনেতা মিজানুল বশর মিজান, সমাজ সেবক রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন তুমব্র“ পশ্চিমকুল হিফজুল কোরান হেফজখানার সভাপতি সাংবাদিক শ.ম. গফুর। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে ১ম স্থান অধিকার করা হেফজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হাছান পারভেজ উখিয়ার সাংবাদিক
,চট্রলা বাংলা সম্পাদক, জাতীয় পত্রিকা আমদের অর্থনীতি,চট্রগামের সাংগু’র উখিয়া প্রতিনিয়ত,ইনানী পত্রিকার ভ্রাম্যামান প্রতিনিধি শ.ম. গফুর এর প্রথম
পুত্র সন্তান।