ডা:অঞ্জন কুমার দাশের সাথে সিটিজি পোষ্ট পরিবারের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা: অঞ্জন কুমার দাশের সাথে (২৯ অক্টোবর)সোমবার বিকাল ৪টায় নন্দনকাননস্থ বাগীশিক’র কেন্দ্রীয় কার্যালয়ে জনপ্রিয় অনলাইন নিউজ র্পোটাল সিটিজি পোষ্ট পরিবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে ডা: অঞ্জন কুমার দাশ বলেন, সিটিজি পোষ্ট ডটকম আমাদের দেশের সাধারণ মানুষের তথ্য চাহিদা, বিনোদন চাহিদা, শিক্ষা চাহিদাসহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে মানুষের চাহিদা পূরণে যেভাবে দায়িত্ব পালন করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। শুরু থেকেই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরবেশনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে । মুক্তিযুদ্ধে ও চেতনাকে ধারণ করছে । এ পত্রিকাটির খবর ও বিশ্লেষণর্ধমী লেখাগুলো প্রশংসার দাবি রাখে । এসময় উপস্থিত ছিলেন সম্পাদক স ম জিয়াউর রহমান, ব্যবস্হাপনা সম্পাদক মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ কুতুব উদ্দিন রাজু, স্টাফ রিপোর্টার রাজীব চক্রর্বতী, মোঃ ফরহাদ প্রমুখ। সাক্ষাত শেষে ডা: অঞ্জন কুমার দাশকে সিটিজি পোষ্ট পরিবারের পক্ষ হতে মুদ্রণ কপি উপহার দেওয়া হয়।