সংসদ নির্বাচনে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যারিষ্টার শেখ ফজলে
নাঈম
সাইফুল ইসলাম,,বিশেষ প্রতিনিধিঃ-তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, যুবরাই গড়বে, যুবরাই লড়বে। সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে নৌকায় ভোট চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
যুবলীগ নেতা শেখ ফজলে নাঈম বলেন,
আওয়ামীলীগের শাসনে গত ১০ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তরুণ প্রজন্মের হাতে তৈরি হবে এ দেশের মানুষের ভবিষ্যৎ, এরা আমাদের সব থেকে বড় শক্তি। আগামী নির্বাচনের নৌকার প্রতিকের জন্য প্রস্তুতি নিতে হবে তরুণ প্রজন্মের, যাতে আমাদের দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। আগামী নির্বাচনে যদি দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয়, আবারও আওয়ামী সরকার ক্ষমতায় আসতে পারে তাহলে ২০২০ সালের মধ্যে দেশ ক্ষুধা-দারিদ্র্য মুক্ত হবে।
তরুণ প্রজন্ম আমাদের অহংকার, দেশের উন্নয়নে তাদের মেধা ও মনকে কাজে লাগাতে হবে। নতুন নতুন চিন্তাভাবনা করবে যেন এই দেশকে আরো দ্রুত কিভাবে উন্নত করে গড়ে তোলা যায়। তরুণ প্রজন্ম ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের চলার গতি যেন কোথাও থেমে না যায়।